ভেজাল মদপানে ভারতে ৪৪ জনের মৃত্য

ই-বার্তা ডেস্ক।।    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে ভারতের উত্তর প্রদেশে গত তিন দিনে ভেজাল মদপানে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা বলছেন, সাহারানপুর জেলায় ৩৬ জন ও কুশিনগর জেলায় আট জন প্রাণ হারিয়েছেন। তাছাড়া মদপান করে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও কয়েক ডজন মানুষ।

উত্তর প্রদেশ পুলিশের দাবি, সাহারানপুরে যে ৩৬ জনের মৃত্যু হয়েছে তারা উত্তরাখন্ডে একটি শেষকৃত্যের অনুষ্ঠানে গিয়ে ভেজাল মদ পান করেন। তাছাড়া এক ব্যক্তি সেখান থেকে ৩০ বোতল মদ নিয়ে এসে গ্রামে বিক্রি করেন। যা থেকে অনেকে অসুস্থ হয়েছেন নয়তো ও প্রাণ হারান।

সরকারি কর্মকর্তারা বলছেন, কুশিনগর জেলায় ভেজাল মদপানে যে আট জনের মৃত্যু হয়েছে সেই মদ এসেছে বিহার প্রদেশ থেকে। বিহারে মদ উৎপাদন নিষিদ্ধ বলেও জানিয়েছেন তারা।

ই-বার্তা/ মাহারুশ হাসান