ভেট্টরি আসছেন কাল

আগমীকাল শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে ভারত সফরের প্রস্তুতি ক্যাম্প। আসন্ন এই ক্যাম্পে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশের নতুন স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরি। ক্যাম্প শুরুর দিনই বাংলাদেশে আসছেন নিউজিল্যান্ডের সাবেক এই তারকা।

গত জুলাইয়ে তাঁর সঙ্গে চুক্তি করা হয়, এরপর প্রথম বাংলাদেশ দলের সঙ্গে কাজ শুরু করতে যাচ্ছেন ভেট্টরি। সাবেক স্পিন কোচ সুনীল জোশীর সঙ্গে চুক্তি বাতিল করে ভেট্টরির সঙ্গে চুক্তি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এবং পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্টের নাম ঘোষণা করার দিনই ভেট্টরির নাম ঘোষণা করেছিল বিসিবি। ডমিঙ্গো এবং ল্যাঙ্গেভেল্ট ইতোমধ্যে কাজ শুরু করে দিলেও ভেট্টরি আসছেন মাত্রই।

ভেট্টরির সঙ্গে পূর্ণকালীন চুক্তি করতে পারেনি বিসিবি। ১০০ দিন বাংলাদেশের স্পিনারদের সঙ্গে কাজ করবেন ক্রিকেট ইতিহাসের সফলতম বাঁহাতি এই স্পিনার। তাঁর সঙ্গে চুক্তি ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত, এই সময়ে ১০০ দিন কাজ করবেন তিনি।

গত সোমবার নিজেদের ন্যায্য দাবি তুলে আন্দোলনে নেমেছিল বাংলাদেশের ক্রিকেটাররা। যার ফলে ভারত সফরের সম্পূর্ণ প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে পড়ে।

বুধবার বিসিবির সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট তুলে নেয় ক্রিকেটাররা। ক্রিকেটারদের ১৩ দফার ১১টি মেনে নিয়েছে বিসিবি। যে কারণে নির্ধারিত দিন শুরু হচ্ছে ক্যাম্প এবং জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড শুরু হচ্ছে আগামী ২৬ অক্টোবর।