ভেনিজুয়েলার সরকার পরিবর্তনে সেনাবাহিনীর সহযোগিতা চায় গুইদো

ই-বার্তা ডেস্ক।।  বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে ভেনিজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুইদো বলেছেন, সশস্ত্র বাহিনীর সমর্থন ছাড়া দেশটিতে সরকার পরিবর্তন সম্ভব নয়।  

গুইদো বলেন বলেন, ‘সরকার সমর্থক সশস্ত্র মিলিশিয়াদের হাত থেকে বিক্ষোভকারীদের রক্ষাসহ সব ক্ষেত্রে ভেনিজুয়েলায় গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ ক্ষমতা পরিবর্তনে সেনাবাহিনীর সমর্থন ও সহযোগিতা প্রয়োজন হবে।’

এ বছর শুরুতে গুইদো নিজেকে ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু দেশটির সশস্ত্র বাহিনীর প্রধানরা এখনো প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি অনুগত রয়েছেন।

গুইদো বলেন, ভেনিজুয়েলার প্রায় ৯০ শতাংশ মানুষ তাঁকে সমর্থন করছেন।  এছাড়া যুক্তরাষ্ট্রও তাঁকে সমর্থন করছে।  রাজধানী কারাকাসসহ বেশ কয়েকটি রাজ্যের ২০টিরও বেশি জেলায় বিক্ষোভ পরিস্থিতি বিরাজ করছে।  বারবার বিদ্যুত্ বিচ্ছিন্নতা ও পানি স্বল্পতার কারণে হাসপাতাল, গণপরিবহন, পানি ও অন্যান্য সেবা বাধাগ্রস্ত হচ্ছে।  মাদুরোর সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভ আরো বাড়ছে। 

এদিকে সরকার দাবি করেছে, মাদুরোকে উত্খাত করতেই ষড়যন্ত্রমূলকভাবে ব্ল্যাকআউট পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু