ভেনিজুয়েলার প্রেসিডেন্ট ‘ড্রোন হামলা থেকে প্রাণে বাঁচলেন’

ই-বার্তা।। ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ভাষণ দেয়ার সময় একটি বিস্ফোরণ ঘটেছ্। ভেনিজুয়েলা সরকারের দাবি, বিস্ফোরক বহনকারী ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। তবে প্রেসিডেন্ট মাদুরোকে হত্যার ব্যর্থ চেষ্টা ছিল। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

 

প্রেসিডেন্ট মাদুরো বলেন, প্রাথমিক তদন্তে পাওয়া ‘সব তথ্য’ একটি ডানপন্থী চক্রান্তের দিকে ‘ইঙ্গিত করছে’, যার সঙ্গে কলম্বিয়া ও যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডার সম্পর্ক আছে, যেখানে নির্বাসিত অনেক ভেনিজুয়েলান বসবাস করেন। ঘটনার সঙ্গে জড়িত বেশ কয়েকজন অপরাধীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে বিস্তারিত আর কিছু জানাননি। মাদুরো বলেন, বিস্ফোরক বহনকারী ড্রোন ব্যবহার করে তাকে হত্যার চেষ্টা করা হয় কিন্তু সে থেকে তিনি বেঁচে গেছেন।

 

ওই ঘটনার লাইভ ফুটেজে দেখা গেছে, প্রেসিডেন্ট মাদুরো ভাষণ দেয়ার সময় হঠাৎ করে ওপরের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে যান। এ সময় মাদুরোকে বর্ম দিয়ে রক্ষার চেষ্টা করেন তার দেহরক্ষীরা। এ সময় কয়েক ডজন সেনাসদস্যকে সেখান থেকে দৌড়ে চলে যেতে দেখা যায়। এ হামলার জন্য কলম্বিয়াকে দায়ী করেছেন প্রেসিডেন্ট মাদুরো। তবে এ অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে তা উড়িয়ে দিয়েছে বোগোটা।

 

ভেনিজুয়েলার কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলার ঘটনায় সাত সেনাসদস্য আহত এবং আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। দেশটির যোগাযোগমন্ত্রী জর্জ রদ্রিগেজ বলেন, প্রেসিডেন্ট স্ট্যান্ডের কাছে বিস্ফোরকবোঝাই দুটি ড্রোনের বিস্ফোরণ ঘটে।

 

 

ই-বার্তা/ডেস্ক রিপোর্ট