ভেনিজুয়েলায় ত্রাণবাহী বিমানের সাথে রুশ সেনা

ই-বার্তা ডেস্ক ।।  ভেনিজুয়েলায় ত্রাণ নিয়ে রাশিয়ার বিমানবাহিনীর দুটি বিমান কারাকাস বিমানবন্দরে অবতরণ করেছে। বিমান দুটিতে ৩৫ হাজার টন জরুরি সাহায্য ছাড়াও একজন কমান্ডারের নেতৃত্বে ১০০ সেনা আছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ভেনিজুয়েলার রাজধানী কারাকাসের সাইমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরে দেশটির পদস্থ সামরিক কর্মকর্তারা রাশিয়ার ত্রাণবহরকে স্বাগত জানিয়েছেন।

তবে এই ত্রাণবহরে কী কী দ্রব্য রয়েছে, কিংবা এই বহরে কেন সেনাসদস্য পাঠানো হয়েছে সে সম্পর্কে ভেনিজুয়েলার গণমাধ্যমের খবরে কোনো ইঙ্গিত দেয়া হয়নি।

এর আগে রাশিয়া ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করে দেশটিতে হস্তক্ষেপের ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছিল।

ল্যাটিন আমেরিকার এই দেশটির প্রধান বিরোধী দলীয় নেতা জুয়ান গুইদো সম্প্রতি দাবি করেন, আন্তর্জাতিক অঙ্গনে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আর কোনো পৃষ্ঠপোষক নেই। তার ওই বক্তব্যের পর রাশিয়া ভেনিজুয়েলায় সেনা সদস্যসহ দুটি বিমান পাঠালো।

ই-বার্তা /  তামান্না আলী প্রিয়া