ভেনিজুয়েলায় রুশ সেনা মোতায়েন

ই-বার্তা ডেস্ক।।    ভেনিজুয়েলায় সেনাবাহিনী পাঠিয়েছে রাশিয়া।জানা গেছে , দুটি বিমানে রাশিয়ার প্রতিরক্ষা কর্মকর্তা ও প্রায় শতাধিক সেনাসদস্য পাঠানো হয়েছে।

সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার দেশটির প্রধান বিমানবন্দরে বিমান দুটি অবতরণ করে।

উল্লেখ্য, অর্থনৈতিক সংকট আর কারচুপির নির্বাচন নিঙে ভেনিজুয়েলার জনগণ সরকারবিরোধী বিক্ষোভে জড়িয়ে পরার সুযোগে গত ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো। এর পরই তাকে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্রসহ ৫০টিরও বেশি দেশ। এমন উত্তেজনার মধ্যেই গত ৮ মার্চ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ভেনিজুয়েলার অর্ধেকেরও বেশি এলাকা। দেশটির ২৩টির মধ্যে ১৮টি রাজ্যেই অন্ধকারে কাটাতে হয় বাসিন্দাদের।

ই-বার্তা/ মাহারুশ হাসান