ভেনিজুয়েলায় সেনা পাঠানোর ছক কষছে আমেরিকা

ই-বার্তা ডেস্ক।।    এবার ভেনিজুয়েলায় সৈন্য পাঠানোর ছক কষছেন ট্রাম্প। সিডেন্ট নিকোলাস মাদুরোবিরোধী বিক্ষোভে উত্তাল ভেনেজুয়েলা। টিকে থাকতে সরকার পক্ষেরও পাল্টা অবস্থান। তাতে লাতিন আমেরিকান এ দেশটিতে দেখা দিয়েছে বড় ধরনের একটি রাজনৈতিক সংকট। আর এ মুহূর্তে সংকট মোকাবিলায় ‘একটি বিকল্প ব্যবস্থা’ হিসেবে ভেনেজুয়েলাতে মার্কিন সেনা পাঠানোর ছক কষছেন ডোনাল্ড ট্রাম্প।

 
রোববার (০৩ ফেব্রুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট এমনই বলছেন। তিনি বলেন, ভেনেজুয়েলাতে সংকট মোকাবিলায় নিষেধাজ্ঞাসহ সব রকম চেষ্টা করা হয়েছে। সমাধান হয়নি। এখন মার্কিন সেনা মোতায়েনের মতো বিকল্প ব্যবস্থার কথাই উল্লেখ করছেন ট্রাম্প।

স্থানীয় একটি সংবাদমাধ্যমের জাতীয় প্রোগ্রামে ভেনেজুয়েলা সংকটের এ সময়ে আমেরিকান বাহিনী ‘ব্যবহার’ করা হবে কি-না- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ভালো, আমি এটা বলতে চাই না। কিন্তু অবশ্যই এটা এমন কিছু, যা মোকাবিলা করতে হলে বিকল্প ব্যবস্থা দরকার।

ই-বার্তা/ মাহারুশ হাসান