ভেনেজুয়েলায় বন্দিশালায় পুলিশের সাথে সংঘর্ষে ২৩ বন্দি নিহত

ই-বার্তা ডেস্ক।।  এনডিটিভির এক খবরে জানানো হয়েছে, শুক্রবার ভেনিজুয়েলার একটি বন্দিশালায় পুলিশের সঙ্গে বন্দিদের সংঘর্ষে অন্তত ২৩ জন বন্দি নিহত হয়েছে।  এছাড়া সংঘর্ষে ১৪ জন পুলিশ আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার অ্যাকারিগুয়ার জেলখানায় কয়েক জন ‘ভিজিটর’কে জিম্মি করে সেখানকার বন্দিরা। দেশটির পুলিশ তাদের উদ্ধারে গেলে বন্দিদের সঙ্গে সংঘর্ষ বাধে।

‘উনা ভেনতানা’ নামে এক এনজিও এর পরিচালক কার্লোস নিয়েতো বার্তা সংস্থা এএফপিকে বলেন, আজ সকালে (শুক্রবার) কর্তৃপক্ষ ওই বন্দিশালায় নিরাপত্তা বাহিনী পাঠায়। বন্দিদের কাছে অস্ত্র ছিল, তারা পুলিশকে লক্ষ করে গুলি ছুঁড়ে।  এছাড়া তারা দুইটি গ্রেনেডও বিস্ফোরণ ঘটায়।

এতে পাল্টা আক্রমণ চালায় পুলিশ।  এই সংঘর্ষ নিয়ে দেশটির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।  গত তিন মাসেরও বেশি সময় ধরে ভেনিজুয়েলায় চরম রাজনৈতিক অবনতি হয়েছে। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু