ভৈরবে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত, ৩ পুলিশ সদস্য আহত

ই-বার্তা ডেস্ক।।  কিশোরগঞ্জের ভৈরবে মঙ্গলবার গভীর রাতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মহরম আলী নামে এক ডাকাত নিহত হয়েছে।  নিহত মহরম আলী ভৈরব পৌরসভার কালিপুর এলাকার আলাউদ্দিনের ছেলে।  শিমুলকান্দি ইউনিয়নের চাঁনপুর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

এ সময় পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলমসহ পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।  ঘটনাস্থল থেকে একটি এলজি, পাঁচ রাউন্ড কার্তুজ, দুটি রাম দা, ২৫ বোতল ফেন্সিডিল ও একশত পিস ইয়াবা উদ্ধার করা করে পুলিশ।  আহত পুলিশ সদস্যদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। 

পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে শিমুলকান্দি ইউনিয়নের চাঁনপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।  গোপন সংবাদে পুলিশ জানতে পেরে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।  এ সময় ডাকাত দলের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর গুলি বর্ষণ শুরু করে।  আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।  ডাকাত দল পিছু হটলে ঘটনাস্থল থেকে মহরম ডাকাতের গুলি বিদ্ধ লাশ উদ্ধার করা হয়। 

নিহত মহরম আলী ডাকাতদলের সর্দার বলে পুলিশ দাবি করে। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু