ভৈরবে যাত্রীবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

ই-বার্তা ডেস্ক।। কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় নাসিরাবাদ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী নাসিরাবাদ মেইল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ভৈরব স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব রেলওয়ের প্রকৌশলীরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত ট্রেনের চাকা উদ্ধারে কাজ শুরু করেছেন। আজ ইঞ্জিনসহ ছয়টি বগি নিয়ে ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে। দুপুর ১২টা ৫৫ মিনিটে ভৈরব স্টেশনের আউটার সিগন্যাল পয়েন্টে ঢোকার সময় একটি বগি লাইনচ্যুত হয়। তবে কোনো যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

রেলওয়ের প্রকৌশলী জিসান দত্ত জানান, ট্রেনের চাকা উদ্ধার করতে রিলিফ ট্রেনের প্রয়োজন হবে না। আশা করছি স্থানীয়ভাবেই এক থেকে দেড় ঘণ্টার মধ্য লাইনচ্যুত চাকা উদ্ধার করা সম্ভব হবে।