ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ই- বার্তা ডেস্ক।।   পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ শেষ। আজ রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে টানা বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা।

আজ ২৫ জেলার মোট ১১৭ উপজেলায় এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে বিভিন্ন উপজেলায় ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, রাতে ভোট দেয়া, জালিয়াতির অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বেশ কয়েকজন আহত হওয়ার খরব পাওয়া গেছে।

নির্বাচন কমিশনের (ইসি) তথ্য মতে, আজকের (রোববার) নির্বাচনে ৩৪০ চেয়ারম্যান, ৫৮৪ জন ভাইস চেয়ারম্যান ও ৩৯৯ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া ৫৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। তাদের মধ্যে ৩৩ জন চেয়ারম্যান, ৯ জন ভাইস চেয়ারম্যান এবং ১৩ জন নারী ভাইস চেয়ারম্যান রয়েছেন।

১২৭ উপজেলায় তফসিল ঘোষণা করা হলেও ১১৭ উপজেলায় ভোট হয়েছে। কক্সবাজারের কুতুবদিয়া ও চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ভোট আদালতের আদেশে স্থগিত হয়েছে। নরসিংদী ও কক্সবাজার জেলা সদরের ভোট তৃতীয় ধাপ থেকে স্থানান্তর করে চতুর্থ ধাপে নিয়েছে ইসি।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম