ভোটের ফলাফল প্রকাশ না করার দাবি!

ই-বার্তা ডেস্ক।।  ভোট বর্জনকারী সংগঠনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটের ফলাফল প্রকাশ না করে নতুন তফসিল দিয়ে নির্বাচনের দাবি জানিয়ে বিক্ষোভ করছে।

বিকেল ৫টায় ভোটের অনিয়ম নিয়ে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ জানিয়ে ছাত্র সংগঠনগুলোর করা বিক্ষোভ কর্মসূচিতে স্বতন্ত্র জোটের ভিপি প্রার্থী অরনী সেমন্তী খান বলেন, আমরা এ ভোট মানি না, আমরা একটু আগে লিখিত অভিযোগ দিয়েছি। আমরা চাই এই নির্বাচন বাতিল করে পুনরায় তফসিল ঘোষণা করা হোক।

শেষ খবর পাওয়া পর্যন্ত ছাত্রদল, বাম সংগঠন ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা ভোট বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ করছে। ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মী ও সমর্থকরা উপাচার্য কার্যালয়ে অবস্থান চালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে। পরে একটি মিছিলটি রাজু ভাস্কর্য এ গিয়ে শেষ হয়।

ই-বার্তা/ মাহারুশ হাসান