ভয়ঙ্কর রূপ নিয়েছে গুয়াতেমালার অগ্ন্যুৎপাত, নিহত ১০৯

ই-বার্তা।।  ভয়ঙ্কর রূপ নিয়েছে গুয়াতেমালার ফুয়েগো আগ্নেয়গিরি। এর অগ্নুৎপাতে নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১০৯ জন হয়েছে। নিখোঁজ রয়েছে অন্তত ১৯৭ জন। এদিকে, আগ্নেয়গিরি থেকে উৎপন্ন দাহক পদার্থের তীব্র উপস্থিতি ও খারাপ আবহাওয়াজনিত কারণে উদ্ধারকাজ স্থগিত রাখা হয়েছে।

জানা গেছে, বুধবার ফুয়েগো আগ্নেয়গিরি থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেখান থেকে অনবরত গলিত পদার্থ ও ছাই ভস্ম নির্গত হওয়ায় নতুন করে অগ্ন্যুৎপাতের আশংকা দেখা দেয়।

এ ব্যাপারে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সংস্থা কনরেড জানিয়েছে, এর মধ্যে আগ্নেয়গিরি থেকে উৎপন্ন ক্ষতিকর দাহক পদার্থের তীব্র উপস্থিতি ও খারাপ আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে উদ্ধারকাজ।

এছাড়া জাতীয় পুলিশ বাহিনীর এক মুখপাত্র পাবলো কাস্তিলো বলেন, গতকাল খুব জোরে বৃষ্টি হয়েছে। মাটির অবস্থা ভারসাম্যহীন।

প্রসঙ্গত, ভলকান দে ফুয়েগো বা ফুয়েগো আগ্নেয়গিরি গুয়েতেমালার দক্ষিণাঞ্চলে অবস্থিত।

সূত্র: আল জাজিরা