ভয়াবহ সিরিজ বিস্ফোরণে আন্তর্জাতিক যোগসূত্র রয়েছে: শ্রীলংকা

ই- বার্তা ডেস্ক।।   শ্রীলংকার স্বাস্থ্যমন্ত্রী ও মন্ত্রিসভার মুখপাত্র রজিথা সেনারত্ন মন্তব্য করেছেন যে,  শ্রীলংকায় ভয়াবহ সিরিজ বিস্ফোরণের ঘটনায় আন্তর্জাতিক যোগসূত্র রয়েছে ।

কলম্বোয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, আমরা বিশ্বাস করি না যে, এমন ভয়াবহ হামলা শুধু দেশের ভেতরে সীমাবদ্ধ একটি গোষ্ঠী চালিয়েছে। আন্তর্জাতিক নেটওয়ার্ক ছাড়া এসব হামলা সফল হতে পারতো না। খবর দ্য গার্ডিয়ানের।

রজিথা সেনারত্ন মর্মান্তিক এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, এ ঘটনার দায় আমাদের। আমরা খুবই মর্মাহত। ক্ষতিগ্রস্ত সবার কাছে ক্ষমা লাভে আমরা আমাদের পক্ষে সম্ভব সবকিছুই করছি। হামলায় হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হবে বলেও জানিয়েছেন শ্রীলংকার মন্ত্রীসভার এ মুখপাত্র।

তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হবে। নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য এক লাখ রুপি করে দেওয়া হবে। আহতদেরও ক্ষতিপূরণ দেয়া হবে। তাছাড়া বোমার আঘাতে ক্ষতিগ্রস্থ গির্জাগুলো মেরামতের জন্যও সরকারিভাবে তহবিল দেওয়া হবে।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম