ভয়াবহ দাবানলে গ্রিসে নিহত ৫০

ই-বার্তা।। সোমবার রাজধানী এথেন্সের উপদ্বীপ অ্যাটিকার পূর্ব ও পশ্চিম অংশ দাবানলে আক্রান্ত হয়। এতে কমপক্ষে ৫০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া ১৬ শিশুসহ শতাধিক মানুষ আহত হয়েছেন, যার মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। 

 

রেডক্রস জানিয়েছে, সমুদ্র তীরবর্তী মাতি গ্রাম থেকে ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে সরকারের পক্ষ থেকে ২৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল। বিবিসির খবরে বলা হয়েছে, নিহতদের বেশিরভাগই এথেন্স থেকে ৪০ কিলোমিটার উত্তর-পূর্বের উপকূলীয় একটি রিসোর্টে অবস্থান করছিলেন। অনেকেই আবার নিজ বাড়ি ও গাড়ির ভেতরই অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।

 

গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সাইপ্রাস সাংবাদিকদের জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সাধ্যমতো কাজ করে যাচ্ছেন তারা। সব ধরনের জরুরি বাহিনীকে এ বিষয়ে তৎপর করা হয়েছে বলেও জানান তিনি। এ ছাড়া অবকাশযাপন কেন্দ্রগুলো থেকে সরিয়ে নেয়া হয়েছে শিশুদের।   দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের শত শত কর্মী। পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। পার্শ্ববর্তী এলাকা থেকে লোকজন বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন।

 

অব্যাহত এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারের পক্ষ থেকে হেলিকপ্টার ও অতিরিক্ত ফায়ার সার্ভিসের সহায়তা চেয়ে ইউরোপের অন্য দেশগুলোর কাছে আবেদন জানানো হয়েছে। ইতালি, জার্মানি, পোল্যান্ড ও ফ্রান্সের মধ্যেই অতিরিক্ত বিমান, যন্ত্রপাতি ও ফায়ার সার্ভিসের সহায়তা পাঠিয়েছে বলে জানা গেছে।

 

 

ই-বার্তা/বিবিসি/রেডক্রস