মনোনয়ন ফরম জমা দিলাম, অগ্রগামী হলাম: সানী

ই-বার্তা।।  উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম জমা দিলেন নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনের আলোচিত প্রার্থী এ এইচ আসলাম সানী (সিআইপি)। তিনি বলেন, মনোনয়ন ফরম জমা দিলাম, অগ্রগামী হলাম। তিনি বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি, বিকেএমইএর সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি, নরসিংদী জেলা আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা এবং ক্রোনী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।

 

এর আগে, গতকাল শনিবার (১০ নভেম্বর) বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। আজ রোববার সেটি জমা দেন। তিনি বলেন, আমি যদি নমিনেশন পেয়ে জনগনের প্রতিনিধি হয়ে আসতে পারি, তাহলে, আমি আমার জীবনের সর্বোচ্চ মেধা এবং শক্তি দিয়ে মানুষের পাশে দাঁড়াবো এবং তাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করবো।

 

এ এইচ আসলাম সানী বলেন, এই (বেলাব-মনোহরদী) আসনের প্রত্যেকটা নির্বাচনে আমার ভুমিকা ছিল এবং ২০০১ সালে তৃণমূলে যখন আওয়ামীলীগের দেখার কেউ ছিল না তখন তাদের পাশে দাঁড়িয়েছি বিশেষ করে বিএনপির দ্বারা যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, আমি তাদের পাশে দাঁড়িয়েছি। এ এইচ আসলাম সানী প্রায় ৩২ বছর যাবত আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। তার বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মধ্যে তিনি স্কুল, কলেজসহ প্রায় ১৫ টা প্রতিষ্ঠানের সাথে জড়িত। গরীব ও মেধাবীদের বৃত্তি বিভিন্ন ভাতা এবং তার প্রতিষ্ঠানে প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।

 

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারণে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। আমি জনগণের পাশেই থাকতে চাই এবং তরুণদেরকে নিয়ে কাজ করতে চাই, বললেন আসলাম সানী। এলাকার সাধারণ ভোটার ও জনগণের সঙ্গে রয়েছে তার নিবিড় সম্পর্ক।

 

তিনি আরো বলেন, আমার নির্বাচনী এলাকা বেলাব-মনোহরদী অনেক পিছিয়ে আছে, যেখানে রাস্তা ঘাটের অনেক সমস্যা, যেখানকার ৮০ ভাগ মানুষ বেকার, সেই এলাকার অনেক মানুষ এখনো নিরক্ষর অন্ধকারে নিমজ্জিত, বিদ্যুতের ব্যবস্থা নেই, অনেক রাস্তা এখনো কাঁচা।

 

জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের সুফল এই এলাকার মানুষ পায়নি। আমাদের যে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ আরো যে বিভিন্ন ভাতা প্রধানমন্ত্রী ব্যবস্থা করেছেন, তা বিগত বছরে যিনি আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য ছিলেন তিনি তার সঠিক ব্যবহার করেননি। তিনি অনেকটা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। এই কারণে এই এলাকায় অনেক উন্নয়ন সম্ভব হয়নি।

 

এ এইচ আসলাম সানী আরও বলেন, আমি যদি এই আসনে নমিনেশন পাই, আমি আশা করি আমি বিজয়ী হয়ে আসতে পারবো। ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নাই আমার। আমি জনগনের জন্য কাজ করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরে নৌকার মনোনয়নপ্রত্যাশী হিসেবে তিনি ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তিনি ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। বর্তমানে তিনি মনোনয়নপ্রত্যাশী হিসেবে নিয়মিত সভা, সমাবেশ ও শোডাউনসহ ব্যানার-ফেস্টুনের মাধ্যমে প্রধানমন্ত্রীর ব্যাপক উন্নয়ন জনগণের সামনে তুলে ধরে নৌকার পক্ষে জনমত সৃষ্টি করছেন।

 

উল্লেখ্য, আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

 

 

 

ই-বার্তা / জা হা