মন্ত্রী নাগরাজের ‘নাগিন ড্যান্স’

ই-বার্তা ডেস্ক।।  ভোটারদের নজরে আসতে কিংবা সমর্থন পেতে বিভিন্ন সময় প্রার্থীরা অনেক কিছুই করে।  কিন্তু কর্ণাটক রাজ্যের মন্ত্রী নাগরাজ (৬৭) নিজের নামের সঙ্গে মিলিয়ে নাগিন নাচ বেছে নিলেন। 

ভোটারদের মনরঞ্জনে রাস্তায় নেমে সমর্থকদের সঙ্গে নাচলেন ভারতের কর্ণাটক রাজ্যের মন্ত্রী এমটিবি নাগরাজ।  ভোট চাইতে গিয়ে তার ‘সর্পনৃত্য’ তুমুল সাড়া ফেলেছে কর্ণাটকজুড়ে।  এ নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

কর্ণাটক রাজ্য সরকারের আবাসনমন্ত্রী নাগরাজ এবার লোকসভা ভোটে দলের প্রার্থী ভিরাপ্পা মইলির হয়ে প্রচার চালাচ্ছেন।  কর্ণাটকের হোসকোটি আসনের বিধায়ক নাগরাজ। 

এলাকায় ব্যান্ডপার্টি নিয়ে প্রচারে নেমেছেন নাগরাজ। তখন ব্যান্ডপার্টি ১৯৫৪ সালের নাগিন সিনেমার ‘মন ডোলে মেরা তন ডোলে’র সুর তুলেছে।  সেই সুরেই যেন যৌবনের পুরনো স্মৃতিতে ফিরে যান নাগরাজ। 

সমর্থকদের সঙ্গেই কোমর দোলালেন, নাগিন হয়ে আশেপাশের কয়েক জনকে আলতো ছোবলও মারলেন।  তবে তাতে খুশিই হয়েছেন নাগরাজের সমর্থকরা।  মন্ত্রী তো থামতেই চাইছিলেন না।  অবশেষে মিনিট দশেক নাচার পর ক্ষান্ত দেন মন্ত্রী নাগরাজ।  সেই ছবি এক সংবাদ সংস্থার ট্যুইটার হ্যান্ডলে প্রকাশ পায়।  সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু