মন্ত্রী নয় কর্মী হিসেবে কাজ করতে চাই

ই-বার্তা ডেস্ক।।  মঙ্গলবার রাজবাড়ী শহর রক্ষা প্রকল্প পরিদর্শনকালে পানিসম্পদ মন্ত্রীর পানিসম্পদ বিষয়ক উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, ‘আমরা মন্ত্রী নই, কর্মীর মতো কাজ করবো। কর্মীর মতো কাজ করেই আমরা বড় হয়েছি।  রাজবাড়ীসহ সারাদেশের মানুষকে নদী ভাঙনের কবল থেকে রক্ষা করতে যে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন আমরা সেটা নেবো।’

এসময় তিনি বলেন, ‘প্রকল্পটি ২০২০ সালের মধ্যে শেষ করা হবে।  এখানে এসেছি নদী ভাঙন থেকে কীভাবে রাজবাড়ী শহরকে রক্ষা করা যায় সেটি দেখতে।  কাজের সময় সব সমন্বয় করে কাজ করা হবে যাতে কাজের কোনও ক্ষতি না হয়।  আমরা আন্তরিকতার সঙ্গে কাজ করবো।’

রাজবাড়ীর গোদার বাজার ঘাট পর্যন্ত ১০ কিলোমিটার নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন এনামুল হক শামীম।  পরে তিনি সাংবাদিদের সাথে রাজবাড়ী শহর রক্ষা প্রকল্প সর্ম্পকে কথা বলেন। 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু