মহারাষ্ট্রে মুখমন্ত্রী হচ্ছেন উদ্ধব ঠাকরে

ই-বার্তা ডেস্ক।। ভারতের মহারাষ্ট্র রাজ্যে কূটনীতিতে বড় ধরনের পরাজয় হয়েছে মোদির দল বিজেপির। ভেস্তে গেছে দলের সভাপতি ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কূটকৌশল। মঙ্গলবার উপ মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের অল্প সময় পরেই পদত্যাগ করেন ওই রাজ্যের ৮০ ঘণ্টার মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে।

মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্ট নতুন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসকে মহারাষ্ট্রের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেয়ার নির্দেশ দেয়। বুধবার বেলা ৫টার মধ্যে তার সরকারকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সময়সীমা বেধে দেয় ভারতের সের্বাচ্চ আদালত। এই রায়ের অল্প সময় পরেই পদত্যাগ করেন উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। পরে একই পথ বেছে নেন মুখ্যমন্ত্রী ফডণবীসও।

মঙ্গলবার রাতেই মুম্বইয়ের পাঁচতারা হোটেলে শিবসেনা-এনসিপি-কংগ্রেস বিধায়কদের বৈঠকে জোটের নেতা নির্বাচিত হন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। বৃহস্পতিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে তিনিই শপথ নিচ্ছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।