‘মহাসড়ক না করায় ‘টোল’ নিয়ে ধারণা নেই বিএনপির’

ই- বার্তা ডেস্ক।।   আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন যে, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালীন কোনও মহাসড়ক, ফ্লাইওভার নির্মাণ করেনি। যার কারণে টোল নিয়ে তাদের কোনও ধারণাই নেই।’

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) গাজীপুরে র‌্যাপিড বাস ট্রানজিট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে এ ধরনের মেগা প্রকল্প পরিচালনায় টোল আাদায় করা হয়। বিএনপি চোখ থাকতেও অন্ধ।’

রংপুরের উপনির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘রংপুরের উপনির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে, আমরা তাদের স্বাগত জানাই। আশা করি নির্বাচন প্রতিদ্বন্দিতাপূর্ণ হবে। নির্বাচন নিরপেক্ষ করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।’

সড়কমন্ত্রী বলেন, ‘গণপরিবহনকে গতিশীল করতে গাজীপুর ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে বাস ট্রান্সপোর্ট বা বিআরটি লাইন প্রকল্প শুরু হয় ২০১২ সালে। এ পর্যন্ত প্রকল্পটির কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ। ২০২১ সালের মধ্যে ঢাকা-ময়মনসিং ৪ লেন মহাসড়কের গাজীপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অংশটি যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে।’

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক সবুজ উদ্দিন খান, গাজীপুরের নির্বাহী প্রকৌশলী সাইফুদ্দিন এবং সড়ক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।