মাত্র ১০ রান করেই অল-আউট এক অস্ট্রেলিয়ান দল

ই-বার্তা ডেস্ক।।  মাত্র ১০ রান করেই অল-আউট একটি অস্ট্রেলিয়ান দল!খটকা লাগলেও এটিই সত্যি। অস্ট্রেলিয়ার নারী ডিভিসন ন্যাশনাল ইনডিজেনাস ক্রিকেট চ্যাম্পিয়নসশিপের দ্বিতীয় রাউন্ডের ঘটনা। যেখানে নিউ সাউথ ওয়েলসের কাছে প্রথম ইনিংসে মাত্র ১০ রানে গুটিয়ে যায় সাউথ অস্ট্রেলিয়ান নারী দল।

তারচেয়েও মজার ব্যাপার হচ্ছে ১০ রানের অর্ধেকের বেশী অর্থাৎ ৬ রান এসেছে অতিরিক্ত থেকে। আর বাকি ৪ রান করেছেন একজন। বাকিসবাই আউট হয়েছেন ০ রানে।

নিউ সাউথ ওয়েলসের হয়ে বোলার রোক্সানে ভ্যান-ভিন দুই ওভারে এক মেডেনসহ মাত্র এক রানের বিনিময়ে তুলে নেন ৫টি উইকেট। এছাড়া নাওমি উড দুটি বল করেই দুটি উইকেট লাভ করেন।

সাউথ অস্ট্রেলিয়া আবার ১০ রানে অলআউট হলেও খেলেছে ১০.২ ওভার। ম্যানসেল চার রানের বিপরীতে খেলেন ৩৩টি বল। জবাবে ব্যাট করতে নেমে ২.৫ ওভারে ১১ রান তুলে ৮ উইকেটের জয় পায় নিউ সাউথ ওয়েলস।

সাউথ অস্ট্রেলিয়ান ওপেনার ম্যানসেল বল করে দুটি উইকেট দখল করেন।

ই-বার্তা/ মাহারুশ হাসান