মাদক কারবারিদের আত্মসমর্পণ নিয়ে তামাশা করছে সরকার

ই-বার্তা ডেস্ক।।  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘যারা ১২ বছর সরকারে তারা কত ধরনের মাদক প্রতিরোধের কথা বলেছে।  তাতে সারা দেশে মাদক আসক্তি কমেনি, উল্টো দেশকে ধ্বংস করে দিচ্ছে।  আজকে আপনারা দেখছেন একটা তামাশা হচ্ছে।’ 

গতকাল রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বিএনপির উদ্যোগে ‘নারী ও শিশু নির্যাতন : প্রতিরোধ ও প্রতিকার’ শীর্ষক আলোচনাসভায় এ কথা বলেন মোশাররফ। 

ড. মোশাররফ বলেন, ‘বাংলাদেশে নারীর ক্ষমতায়নে যিনি বেশি ভূমিকা রেখেছেন, যিনি প্রথম নারী প্রধানমন্ত্রী সেই খালেদ জিয়া আজ কারাগারে।  এতিমের ফান্ড যেখানে বেড়েছে, একটি পয়সাও বেহাত হয়নি সেখানে তাঁকে অন্যায়ভাবে দণ্ড দেওয়া হলো।  এক বছর পরও জামিন দেওয়া হলো না।  এটা নির্যাতন।’

বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক নুরী আরা সাফার সভাপতিত্বে আলোচনাসভায় অংশগ্রহণ করেন বিএনপির সেলিমা রহমান, অধ্যাপক শাহিদা রফিক, মহিলা দলের নেওয়াজ হালিমা আরলী, শাহিনা খান, আফরোজা আব্বাস প্রমুখ।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু