মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে মাঠে নামছেন শামীম ওসমান

ই-বার্তা ডেস্ক।।  ‘চেঞ্জ দ্য ইমেজ, চেঞ্জ দ্য নারায়ণগঞ্জ’ ক্যাম্পেইন- এর ঘোষনা দিয়েছেন আওয়ামীলীগে প্রভাবশালী নেতা শামীম ওসমান এমপি।  এই ক্যাম্পেইনটি পরিচালিত হবে মাদক, সান্ত্রাস এবং চাদাবাজির বিরুদ্ধে।

শামীম ওসমান বলেন, আওয়ামী লীগ সরকারকে টানা তৃতীয়বারের মতো মানুষ ক্ষমতায় এনেছে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে।  তাই আমরা প্রমাণ করতে চাই, বর্তমান সরকার জনগনের পাশে থেকে জনগণের আস্থার প্রতিদান দিবে।  মঙ্গলবার জেলা আদালত প্রাঙ্গনে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদের পক্ষে প্রচারনা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। 

তিনি আরও জানান, আমার নির্বাচনী ইশতেহারে সাধারন মানুষকে ওয়দা করেছিলাম, শুধু উন্নয়ন নয়, এলাকা থেকে মাদক, সন্ত্রাস ও চাদাবাজি দূর করতে আমি মাঠে নামবো।  তারই অংশ হিসেবে খুব দ্রুতই আমি আমার নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ডে জেলা পুলিশকে নিয়ে মাদক ও সন্ত্রাস বিরোধী অভিজান পরিচালনা করবো। 

 

মাদক যারা বিক্রি করে তারা ইবলিশ শয়তানের সমতূল্য উল্লেখ করে শামীম ওসমান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এই যুদ্ধে পুলিশ প্রশাসনের একার পক্ষে জয়ী হওয়া সম্ভব হবে না।  সেই লক্ষ্যে সাধারন মানুষকে সাথে নিয়ে আমাদের কাজ করতে হবে। 

শামীম ওসমান আরও বলেন, শুধু মাদকই নয়, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিংয়ের বিরুদ্ধেও আমাদের সোচ্চার হতে হবে।  আমাদের স্লোগান হবে, ‘চেঞ্জ দ্য ইমেজ, চেঞ্জ দ্য নারায়ণগঞ্জ’।

এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক অ্যাড. মহসীন মিয়া, সাবেক সভাপতি অ্যাড. আব্দুর রশিদ ভূইয়া, অ্যাড. আনিসুর রহমান দিপু, সাবেক সাধারণ সম্পাদকসহ আরও অনেকেই। 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু