মাদুরোকে হটিয়ে বিশ্বে প্রভুত্ব জাহির করতে চায় যুক্তরাষ্ট্র: রুহানি

ই-বার্তা ডেস্ক।।   দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করে যুক্তরাষ্ট্র বিশ্বে প্রভুত্ব জাহির করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

এসময় তিনি তেহরানের মিত্র মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে ওয়াশিংটনের চেষ্টারও নিন্দা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এসব তথ্য জানা গেছে।

তেহরানে ভেনিজুয়েলার নতুন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে রুহানি বলেন, যুক্তরাষ্ট্র মূলত সব ধরনের জনপ্রিয় বিপ্লব ও স্বাধীন দেশের বিরুদ্ধে। এসব দেশকে দমন করে বিশ্ব প্রভুত্ব প্রতিষ্ঠা করতে চায় তারা।

২০১৫ সালের বহুজাতিক পরমাণু চুক্তি থেকে সরে গিয়ে ইরানের ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এতে ব্যাপক চাপে রয়েছে তেহরান।

তবে রাশিয়া, চীনা ও তুরস্কের সঙ্গে মিলে প্রেসিডেন্ট মাদুরোর পক্ষে সমর্থন জানিয়েছে ইরান।

ই-বার্তা/ শফিকুল ইসলাম