মানবতাবিরোধী অপরাধের মামলায় ৫ জনের ফাঁসির আদেশ

ই-বার্তা ডেস্ক।।  নেত্রকোনার একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত মাওলানা আবদুল মজিদসহ পাঁচ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।  তাদের অপরাধ প্রমাণিত হওয়ায় এই আদেশ দেন আদালত। 

আসামিরা হলেন- মাওলানা শেখ মো. আবদুল মজিদ ওরফে মজিদ মাওলানা, মো. আবদুল খালেক তালুকদার, মো. কবির খান, আবদুস সালাম বেগ ও নুরুউদ্দিন ওরফে নুরদ্দিন।

গতকাল বুধবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রায়ের জন্য আজকের দিন ধার্য করেন।  এদিন আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও সাবিনা ইয়াসমিন খান মুন্নি।

২০১৬ সালের ২২মে সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মধ্য দিয়ে মামলার কার্যক্রম শুরু হয়।  আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের সাত অভিযোগ আনা হয়।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু