মানবতার উপর কোনো ধর্ম নেইঃ নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

ই- বার্তা ডেস্ক।।   নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি মন্তব্য করেছেন যে, যারা ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে বিভেদ সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে স্বোচ্চার হতে হবে। সব ধর্মই বলে মানবতার উপর কোনো ধর্ম নেই। তাই দেশে শান্তি বজায় রাখতে হলে ধর্মের কোনো বিকল্প নেই।

আজ বিকেলে দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশন নাথ মন্দিরে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের আয়োজনে যুব সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বলেন, স্বামী বিবেকানন্দ বলেছেন, মানুষের আত্মবিশ্বাসই মানুষকে এগিয়ে নিয়ে যাবে। সবাইকে মনে রাখতে হবে জঙ্গিদের কোনো ধর্ম নেই। জঙ্গিরা কখনও ভালো মানুষ হতে পারে না।

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ দিনাজপুরের প্রধান পৃষ্ঠপোষক ও আশ্রমের অধ্যক্ষ স্বামী অমেয়াত্মনন্দ মহারাজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম ও প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম