মানুষ পুড়িয়ে হত্যাকারীদের মুখে অমূলক বক্তব্য শোভা পায় নাঃ তথ্যমন্ত্রী

ই- বার্তা ডেস্ক।।    তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ মন্তব্য করেছেন যে, যারা মানুষ পুড়িয়ে হত্যা করে, তাদের মুখে অগ্নিকাণ্ড নিয়ে অমূলক বক্তব্য শোভা পায় না।

আজ শুক্রবার রাজধানী শিল্পকলা একাডেমির চিত্রশালায় অভিনয় শিল্পীসংঘের দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘চকবাজারের অগ্নিকাণ্ড নিয়ে সরকারকে দায়ী করার অপপ্রয়াসমূলক বিএনপির মন্তব্য দায়িত্বজ্ঞানহীন ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য। সরকারবিরোধী আন্দোলনের নামে বিএনপি মানুষ পুড়িয়ে হত্যা করেছে, সে দায় নেতা হিসেবে বেগম জিয়া বা ফখরুল ইসলাম আলমগীর- কেউই এড়াতে পারেন না। সেগুলো এমন দুর্ঘটনা ছিল না, ঘটনা ছিল। আর সব কিছুতে রাজনীতি নিয়ে আসা দেশ ও জাতীর জন্য অশুভ।’

তিনি আরও বলেন, ‘মর্মান্তিক এ ঘটনায় প্রধানমন্ত্রী নিদ্রাহীন রাত কাটিয়েছেন, বার বার দিকনির্দেশনা দিয়েছেন, সরকার পূর্ণ তৎপর রয়েছে। বিরোধী দলের উচিত এ ধরনের দুর্ঘটনায় সরকারের পাশে দাঁড়িয়ে পরিস্থিতি মোকাবিলা করা।’

 

অভিনয়শিল্পী সংঘের সভাপতি শহিদুল আলম সাচ্চুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সৈয়দ হাসান ইমাম, মামুনুর রশীদ, ড. ইনামুল হক, তৌকির আহমেদ, আফসানা মিমি, মাহফুজ আহমেদ, তানভীন সুইটি, তানিয়া, আহসান হাবিব নাসিম প্রমুখ।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম