মার্কিন চাপ সামলিয়ে ‘এস ৪০০’ কিনবে যুক্তরাষ্ট্র

ই-বার্তা ডেস্ক।।  শুক্রবার (০৮ মার্চ) তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেছেন, রাশিয়া ‘এস-৪০০’ ক্ষেপণাস্ত্র কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের যে সংকট দেখা দিয়েছে, তা সমাধান করার চেষ্টা করা হচ্ছে এবং এর জন্য মার্কিন চুক্তিতে প্রভাব পড়বে না।

তিনি বলেন, দু’দেশের মধ্যে চলমান সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে। আমরা একটি পরিবেশ তৈরির চেষ্টা করছি। যা হবে- রাশিয়ার সঙ্গে ‘এস-৪০০’ কেনার যে চুক্তি হয়েছে, তা যেনো যুক্তরাষ্ট্রের কাছে আগে হওয়া ‘এফ-৩৫’ চুক্তিতে কোনো ধরনের প্রভাব না ফেলে।

নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে রাশিয়া থেকে ‘এস-৪০০’ কেনার সিদ্ধান্ত নিয়েছিল তুরস্ক। আর দেশটির এ সিদ্ধান্তে তাদের প্রতি সতর্কতা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

তবে যুক্তরাষ্ট্রের সতর্কতা পেয়েও এরদোয়ান বলছেন, ‘আঙ্কারা যুক্তরাষ্ট্রের দাস নয়’ যে, তারা সিদ্ধান্ত দেবে আর আমরা তাদের কথা মেনে অস্ত্র কিনবো।

প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘এফ-৩৫’ কেনার ব্যাপারে এখনও আলোচনা চলছে।

ই-বার্তা/ মাহারুশ হাসান