মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান ইরাকের

ই-বার্তা ডেস্ক।।    মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইরাক পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছে, তারা ইরানবিরোধী নিষেধাজ্ঞা মানবে না।

শনিবার ইরাকের জাতীয় সংসদের স্পিকার মুহাম্মাদ আল-হালবুসি ইরাকে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসজেদির সঙ্গে বৈঠকের সময় এ কথা বলেন। খবর আনাদোলুর।

হালবুসি বলেন, ইরাকের জ্বালানি চাহিদা পূরণের জন্য ইরান থেকে গ্যাস ও বিদ্যুৎ আমদানি করা জরুরি কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার কারণে এ ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছে। তিনি আশা করেন, ইরাক পুনর্গঠনে তেহরান তার সহায়তা অব্যাহত রাখবে।

ইরাকের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য প্রতিদিন ২৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ দরকার। কিন্তু ২০০৩ সালে মার্কিন সামরিক আগ্রাসনের কারণে ইরাকের বৈদ্যুতিক অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। এতে দেশটিতে এখন দৈনিক সাত হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে।

উল্লেখ্য, ইরাকের সঙ্গে বিদ্যুৎ রফতানি চুক্তির মেয়াদ গত শুক্রবার বাড়িয়েছে ইরান। এ চুক্তির আওতায় তেহরান প্রতিদিন ইরাকের কাছে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানি করবে।

ই-বার্তা/ মাহারুশ হাসান