মার্কিন পণ্যের বিশাল অংকের অর্ডার বাতিল করে দিলো তুরস্ক!

ই-বার্তা।। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান যুক্তরাষ্ট্রের ইলেক্ট্রনিক্স পণ্য বয়কটের আহ্বানের পর আইফোনের ৫০ মিলিয়ন ডলারের বিশাল অর্ডার বাতিল করেছে দেশটির একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান। 

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক তুরস্কের দুই পণ্যে শুল্ক বৃদ্ধির প্রতিবাদে গত বুধবার এ আহ্বান জানিয়েছিলেন তুর্কি প্রেসিডেন্ট। এর আগে গত সপ্তাহে তুরস্কের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক দ্বিগুণ করার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ওই ঘোষণার পর তুরস্কের মুদ্রা ‘লিরা’র দরপত শুরু হয়। মার্কিন ইলেক্ট্রনিক্স পণ্য বয়কটের এরদোগানের আহ্বানে সাড়া দিয়ে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের বিখ্যাত বাণিজ্যিক প্রতিষ্ঠান দগুব্যাংক কমার্সিয়াল কমপ্লেক্সের একটি ব্যবসায়ী গোষ্ঠী এ অর্ডার বাতিল করেছে।

 

দগুব্যাংক হচ্ছে তুরস্কের আমদানী কারক প্রতিষ্ঠানগুলোর এক তৃতীয়াংশ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। তুরস্কের সবচেয়ে বড় ব্যবসায়ী গোষ্ঠীগুলোর মধ্যে তারা অন্যতম। ইলেক্ট্রনিক্স পণ্য বয়কটের ঘোষণা দিয়ে বুধবার এরদোগান বলেছিলেন, আমরা যুক্তরাষ্ট্রের ইলেক্ট্রনিক্স পণ্য বয়কট করবো। বিকল্প হিসেবে তুরস্ক নিজেরাই ভাল মানের মোবাইল ফোন উৎপাদন করবে। অথবা দক্ষিণ কোরিয়ার উৎপাদিত স্যামস্যাং মোবাইল ফোন ব্যবহার করবে।

 

 

ই-বার্তা/ডেস্ক রিপোর্ট