মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ট্রাম্পের আর কোন বাঁধা নেই

ই-বার্তা ডেস্ক।।  ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল বের হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের উপর নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ ছায়ার মতো পিছু লেগে থাকে ।

তবে তদন্তের পর জানা যায়   নির্বাচনে রাশিয়ার কোনো হস্তক্ষেপের ঘটনা ঘটেনি। এতে করে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে ট্রাম্পের আর কোনো বাধা থাকল না।

এই ব্যাপারে ট্রাম্প বলেন, রাশিয়ার সঙ্গে কোনো ধরনের সম্পর্ক ছিল না। এমনকি তারা কোনো বিঘ্নও ঘটায়নি। পুরোপুরি এবং সম্পূর্ণভাবে দোষারোপ করা হয়েছিল। এটা অত্যন্ত লজ্জার ব্যাপার যে, আমাদের দেশকে এ প্রক্রিয়ার (এ ব্যাপারে তদন্ত করতে হয়েছে) মধ্য দিয়ে যেতে হয়েছে।

ই-বার্তা/ মাহারুশ হাসান