মার্চে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সম্মেলন করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ই-বার্তা ।।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মার্চে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সম্মেলন করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।

ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত আনন্দ শোভাযাত্রাপূর্ব এক সমাবেশে এ কথা জানান ওবায়দুল কাদের।

 

এ সময় তিনি বলেন, ‘একটা খবর দেব, সুখবর। আমি নেত্রীর (শেখ হাসিনা) সঙ্গে কথা বলেছি। অনতিবিলম্বে ছাত্রলীগের নির্বাহী কমিটির সভা ডেকে সম্মেলনের তারিখ ঘোষণা করুন। আগামী মার্চ মাসে, স্বাধীনতার মাসে সম্মেলন হোক- এটা নেত্রীর ইচ্ছা। সম্মেলনের প্রস্তুতি নিন, মার্চে সম্মেলন।’

 

ওবায়দুল কাদের আরও বলেন, গুটি কয়েকের জন্য সরকারের অর্জন ম্লান হতে পারে না। যারা অপকর্ম করবে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা নিতে নেত্রী নির্দেশ দিয়েছেন। যারা অপকর্ম করবে তাদের ছাত্রলীগে থাকার অধিকার নেই।

 

ছাত্রলীগের সাবেক সভাপতি কাদের বলেন, ‘ছাত্রলীগের নেতারা সম্মেলন দিয়ে পদ না ছাড়লে আওয়ামী লীগে তোমরা জুনিয়র হয়ে যাবে। আমরা চাই আওয়ামী লীগে তরুণ নেতৃত্ব আসুক।’

 

ছাত্রলীগের বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বের প্রশংসাও করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।