মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট গ্রেপ্তার

ই-বার্তা ডেস্ক।।   বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, অর্থ পাচারের অভিযোগে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দেশটির একটি আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে তাকে গ্রেফতার করা হয়।

তারা জানিয়েছে, চীনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইয়ামিনের বিরুদ্ধে একটি বেসরকারি কোম্পানির কাছ থেকে ১৫ লাখ ডলার নেয়ার অভিযোগের তদন্ত চলছে। তবে প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন তার বিরুদ্ধে তোলা এ অভিযোগ অস্বীকার করেছেন।

তদন্ত চলাকালীন অভিযুক্ত ইয়ামিন যাতে প্রমাণ নষ্ট কিংবা স্বাক্ষীদের প্রভাবিত করতে না পারেন সে কারণেই আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ইয়ামিনের ব্যক্তিগত অ্যাকাউন্টে দুবার সন্দেহজনক অর্থ প্রদানের ঘটনা ঘটেছে বলে দেশটির আর্থিক কর্তৃপক্ষ পুলিশের কাছে অভিযোগ করার পর এ তদন্ত শুরু হয়।

ই-বার্তা/ মাহারুশ হাসান