মালিতে বন্দুকধারীর গুলিতে শতাধিকের উপর নিহত

ই-বার্তা ডেস্ক।।  শনিবার (২৩ মার্চ) স্থানীয় সময় ভোর ৪টায় মালির ওগোসাগোও এবং ওয়েলিনগারা গ্রামেবন্দুকধারীর গুলিতে ফুলানি সম্প্রদায়ের অন্তত ১৩৪ জন নিহত হয়েছেন।

নিকটস্থশহরের মেয়র মোলায়ি গুইন্দো বলেন, ঐতিহ্যবাহী ডগন শিকারিদের পোশাক পরে বন্দুকধারীরা হামলা চালায়। ওগোসাগোও থেকে এখন পর্যন্ত প্রায় ১৩৪টি মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

গুইন্দো বলেন, পার্শ্ববর্তী ওয়েলিনগারা গ্রামেও হামলা করা হয়েছে। তবে সেখানে কতজন নিহত হয়েছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় নিহতদের মধ্যে অন্তঃসত্ত্বা নারী, শিশু এবং বৃদ্ধও রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি দেশটিতে সাম্প্রদায়িক এবং জঙ্গিগোষ্ঠীর সহিংসতা বেড়ে গেছে।