মায়িশা মনাওয়ারা মিশুর চিঠিতে ইটভাটা বন্ধে পদক্ষেপ

ই-বার্তা ডেস্ক ।।  মায়িশা মনাওয়ারা মিশু। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হযরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির  ছাত্রীর একটি চিঠি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ইটভাটা বন্ধ করা নিয়ে জেলা প্রশাসকের (ডিসি) উদ্দেশে পাঠানো ওই চিঠি মুহুর্তেই  অনেকের ওয়ালে ছড়িয়ে পড়েছে।      

ওই চিঠিটি আজ বুধবার দিনাজপুরের ডিসি মো. মাহমুদুল আলম পেয়েছেন বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন। ইটভাটা বন্ধ করতে এরই মধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রীর চিঠিটি নিচে ‍তুলে ধরা হলো :  

মাননীয় ডিসি স্যার, দিনাজপুর

সালাম নেবেন।

আমরা দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হযরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। আমাদের স্কুলের পাশে বিপ্লব নামের একজন লোক ইটের ভাটা দিয়েছে। ভাটার কালো ধোয়ায় আমাদের শ্বাসকষ্ট হয়, পরিবেশের ক্ষতি হয়, চোখ জ্বালা করে। এখন আবার স্কুলের পাশে মুক্তা নামের এক লোক আরেকটা ভাটা দিচ্ছে। তাহলে আমাদের আরও কষ্ট হবে, আমরা কিভাবে বাঁচব। আপনি আমাদের বাঁচান।

ই-বার্তা / আরমান হোসেন পার্থ