মিরপুরেও শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ, যানচলাচল বন্ধ

ই-বার্তা।। রোববার বেলা ১২টায় বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে মিরপুর-১ সড়কে অবস্থান নিয়েছেন মিরপুর কমার্স কলেজ ও বিসিআইসি কলেজের শত শত শিক্ষার্থী।

 

হাতে প্ল্যাকার্ড নিয়ে শিক্ষার্থীরা সড়কে মিছিল করছেন। এ মিছিল ও অবস্থানের কারণে কিছুক্ষণ সে সড়কে যান চলাচল বন্ধ ছিল। শিক্ষার্থীরা সড়ক হত্যায় জড়িত পরিবহনের মালিক, শ্রমিকদের কঠোর শাস্তি দাবি করছেন।

 

পাশাপাশি দুই শিক্ষার্থীর মৃত্যুতে হাসতে হাসতে প্রতিক্রিয়া জানানোয় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ দাবি করছেন।মিরপুর থানা সাব-ইন্সপেক্টর আল আমিন জানান, বেলা ১২টার দিকে কলেজের শিক্ষার্থীরা মিরপুর-১ ও সনি সিনেমাহলের মোড়ে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল করতে থাকেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে।

 

 

ই-বার্তা/ডেস্ক রিপোর্ট