মিসরের প্রেসিডেন্ট পদে সালাহ!

ই-বার্তা।।  একপেশে নির্বাচন হওয়ায় জনগণ তেমন সাড়া দেয়নি। নির্বাচনে ১০ লাখেরও বেশি মানুষ নিজেদের ব্যালট পেপার নষ্ট করে ফেলেছেন। ভোট দিতে যাওয়া নাগরিকদের বড় একটা অংশ রাষ্ট্রপতির ব্যালট পেপারে লিখে এসেছেন দেশটির তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ’র নাম।

মিসরের প্রেসিডেন্ট পদে আবদেল ফাত্তাহ আল সিসিকে নির্বাচিত হিসেবে ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।

তিনদিন ধরে অনুষ্ঠিত নির্বাচনে প্রায় ৪০ শতাংশ ভোট পড়ে। দেশটির প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে তৎকালীন সেনাপ্রধানসিসি ইতিমধ্যে স্বৈরাশাসক হিসেবেই অভিহিত হচ্ছেন।

তিনি ক্ষমতা গ্রহণের পর দেশটির প্রধান রাজনৈতিক দল ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণা করেন।

এবারের নির্বাচনের আগে তার শক্ত প্রতিদ্বন্দ্বীদের হুমকি বা কৌশলে সরিয়ে দেয়ার অভিযোগ রয়েছে। যার ফলে সিসির একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন তারই একান্ত অনুগত মুসা।

ওই নির্বাচনে ৯২ শতাংশ ভোট পেয়ে সিসি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

দেশটিতে ফুটবল তারকা সালহ যে কতটা জনপ্রিয় তা এই ঘটনায় প্রমাণ করে।

গত বছর ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে এসে ৩০ ম্যাচে ২৮ গোল করে হইচই ফেলে দেন সালাহ। শুধু গোল করাই নয়! মিশরকে বিশ্বকাপের মূল পর্বে নিয়ে যাওয়ার পেছনেও অবদান রয়েছে তার।