মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে পৌঁছেছে পেঁয়াজের প্রথম চালান

ই-বার্তা ডেস্ক।।  ভারত পেঁয়াজ রফতানি নিষিদ্ধের পর মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে। সোমবার ৬৫০ দশমিক ৯২৩ মেট্রিক টন পেঁয়াজ মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফের স্থলবন্দরে এসেছে। আরও দুই হাজার মেট্রিক টন পেঁয়াজ দুই-তিন দিনের মধ্যে আসবে।    

টেকনাফ স্থলবন্দরে কাস্টমস সুপার আবছার উদ্দিন বলেন, জেটিতে পৌঁছানো পেঁয়াজের ট্রলারগুলো খালাসপ্রক্রিয়া শেষ করে দ্রুত দেশের বিভিন্ন জেলা শহরে চালান করা হচ্ছে।

এর আগে সোমবার চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হয়েছে তিন লাখ ৬৪ হাজার কেজি পেঁয়াজ। কনটেইনারে করে আমদানি করা এসব পেঁয়াজ খালাসের প্রক্রিয়া চলছে। আমদানি হওয়া পেঁয়াজ আগামী দুই-একদিনের মধ্যে বাজারে চলে আসার কথা। 

আমদানিকারকরা বলেন, মিয়ানমারের প্রতি কেজি পেঁয়াজের দাম ৪৫ টাকা। এ পেঁয়াজ টেকনাফ স্থলবন্দর থেকে চট্টগ্রামের খাতুনগঞ্জে পৌঁছাতে পরিবহন, শ্রমিকসহ সাড়ে পাঁচ টাকা খরচ হচ্ছে।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু