মুক্তিযুদ্ধের চেতনার ধারে কাছেও নেই বাংলাদেশঃ মান্না

ই-বার্তা ডেস্ক।।  আজ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বাংলাদেশ স্বাধীনতার লক্ষ্য থেকে ষোলআনাই পথভ্রষ্ট হয়েছে। 

মান্না বলেন, এমন দেশ আমরা চাইনি।  আমাদের চাওয়া ছিল একটি কল্যাণকর রাষ্ট্র, যেখানে মানুষের সব ধরনের অধিকার থাকবে।  বাক স্বাধীনতা থাকবে, ভোটের অধিকার থাকবে।  মুক্তিযুদ্ধের চেতনার ধারে কাছেও নেই আজকের বাংলাদেশ বলেও মন্তব্য করেন তিনি। 

তিনি আরো বলেন, এ দেশে এখন রাতে ভোট হয়।  এটা কি মুক্তিযুদ্ধের চেতনা? ব্যাংক ডাকাতি, শেয়ারবাজার লুটসহ রাষ্ট্রের কোটি কোটি টাকা লুটপাট করা হচ্ছে।  এমন বাংলাদেশের জন্য আমরা ১৯৭১ সালে যুদ্ধ করিনি। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু