মুক্তিযোদ্ধার স্ত্রী খালেদা জিয়ার মুক্তি দাবি করছিঃ অলি আহমদ

ই-বার্তা ডেস্ক ।।   ২০ দলীয় জোটের শীর্ষ নেতা লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন । তিনি বলেছেন, সরকারকে আহ্বান করবো, একজন মুক্তিযোদ্ধার স্ত্রী হিসেবে খালেদা জিয়াকে মুক্তি দিন।

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে’ বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘সংহতি সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।

ড. অলি আহমদ খালেদা জিযার মুক্তি দাবিতে আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে বলেন, বিএনপিকে বলবো, ঘরে বসে খালেদা জিয়াকে মুক্ত করতে পারবেন না। রাজপথে নামুন, আমরা ছোট দল, শক্তি যোগাতে পারবো না, তবে আন্দোলন-সংগ্রামে আপনাদের পাশে থাকবো।

অলি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগের ইতিহাস হলো, তারা কখনো জনগণের ভোটে নির্বাচিত হয়নি। আওয়ামী লীগ দাবি করে, তারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, আমি বলবো, তারা মুক্তিযুদ্ধের চেতনা হত্যাকারী দল।

ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম