মুক্তিযোদ্ধা নির্ধারণে সরকার নির্ধারিত বয়স অবৈধঃ হাইকোর্ট

ই-বার্তা ডেস্ক।।  মুক্তিযোদ্ধা হতে হলে একাত্তরে যুদ্ধ চলাকালীন সময় সাড়ে ১২ বছর বয়স নির্ধারণ করে সরকার এক প্রজ্ঞাপন জারি করেছিল।  এবার তা অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। 

রোববার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

সরকারের ওই প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে এ রায় ঘোষণা করা হয়।

আদালত রায়ে বলেছেন, ‘মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে কোনো বয়সের ফ্রেমে বাঁধা যাবে না।’

রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার ওমর সাদাত বলেন, হাইকোর্টের এ রায়ের ফলে মুক্তিযোদ্ধা নির্ধারণে ১২ বছর ৬ মাস নির্ধারণ করে সরকার যে আইন ও প্রজ্ঞাপন জারি করেছিল তা আর কার্যকর থাকছে না।

তিনি জানান, মুক্তিযোদ্ধা নির্ধারণে এখন থেকে বয়সের কোনো বিধিনিষেধ থাকছে না। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু