মুক্তিযোদ্ধা শব্দের আগে ভুয়া বলা যাবে না, নির্দেশ হাইকোর্টের

ই-বার্তা।।  মুক্তিযোদ্ধা শব্দের আগে ‘ভুয়া’ শব্দটি ব্যবহার করলে প্রয়োজনে আদালতে তলব করা হবে বলে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মীদের সতর্ক করেছেন হাইকোর্ট।

জাতির এসব শ্রেষ্ঠ সন্তানকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও গণমাধ্যমের কেউ যদি ভুয়া সম্বোধন করে, তা হলে তাদের কোর্টে তলব করা হবে বলেও হুশিয়ারি দিয়েছেন আদালত।

মুক্তিযোদ্ধা সনদ বাতিল সংক্রান্ত এক রিটের শুনানিতে মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

এই আইনজীবী বলেন, ‘আদালত বলেছেন, কোনো ব্যক্তি তো জালিয়াতির আশ্রয় নিয়ে ভুয়া সনদের মাধ্যমে মুক্তিযোদ্ধা দাবি করতে পারেন। কিন্তু তিনি তো আর মুক্তিযোদ্ধা নন। তাই এ ধরনের ব্যক্তির কারণে ‘মুক্তিযোদ্ধা’ শব্দের আগে ‘ভুয়া’ শব্দটি ব্যবহার করলে সকল মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়।’

এ সময় আদালত আরো বলেন, ‘মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ভবিষ্যতে মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘ভুয়া’ শব্দটি ব্যবহার করলে তিনি যদি প্রজাতন্ত্রের কর্মচারী বা গণমাধ্যমের কর্মী হন প্রয়োজনে তাদেরকে আদালতে তলব করা হবে।’