মুক্তির দাবিতে অনশনে বসেছেন রাজীব গান্ধীর খুনি

ই- বার্তা ডেস্ক।।   ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা মামলার আসামি নলিনী শ্রীহরণ এবার অনশনে বসেছেন।

গতকাল শনিবার ভেলোর মহিলা কারাগারে এক প্রকার ঘোষণা দিয়েই অনশনে বসেন তিনি।

কারা কর্তৃপক্ষকে লেখা এক চিঠিতে নলিনী জানান, তিনি ও তার স্বামী ২৮ বছর ধরে জেলে রয়েছেন এবং এবার তারা মুক্তি চান। আরও জানান, তিনি রাজ্য সরকারের কাছে একাধিক পিটিশন জমা দিয়েছেন আগাম মুক্তি চেয়ে। খবর এনডিটিভির।

এর আগে ২৫ জুলাই ৩০ দিনের জন্য নলিনীকে জেল থেকে ছাড়া হয়েছিল প্যারোলে। কিন্তু সেই প্যারোল চলেছিল ৫১ দিন। শেষ হয়েছিল ১৫ সেপ্টেম্বর।

তার আগে ২০১৬ সালে তাকে তার বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেয়ার জন্য ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয়া হয়েছিল। নলিনীর কন্যা চরিত্র শ্রীহরণ জেলেই জন্মেছিলেন। এখন তিনি লন্ডনে চিকিৎসক হিসেবে রয়েছেন।

রাজীব গান্ধীকে খুনের দায়ে নলিনীর প্রথমে মৃত্যুদণ্ড হয়। পরে সোনিয়া গান্ধীর হস্তক্ষেপে তা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়।

১৯৯১ সালের মে মাসে তামিলনাডুতে নির্বাচনী প্রচারসভায় এলটিটিই’র আত্মঘাতী বোমা হামলায় নিহত হন রাজীব গান্ধী। ওই বিস্ফোরণে আরও ১৪ জনের মৃত্যু হয়।