মুক্তি পেলেন ৩৩ মামলার ভুল আসামি

ই-বার্তা ডেস্ক।।  রবিবার দিবাগত রাত ১২-৫৬ মিনিটের দিকে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা ৩৩টি মামলার ভুল আসামি জাহালম (৩২) অবশেষে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।  গাজীপুরের কাশিমপুর কে‌ন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি দেওয়া হয় তাকে।

রাত ১২টা ৪৬ মিনিটে জামিনের কপি কারাগারে এসে পৌঁছালে যাচাই বাছাই শেষে কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জাহালমকে মুক্তি দেন।

এর আগে রবিববার দুদকের দায়ের করা মামলায় ভুল আসামি জাহালমকে সব অভিযোগ থেকে অব্যাহতি এবং তাকে তাৎক্ষণিকভাবে কারাগার থেকে মুক্তির নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ।  

জাহালম টাঙ্গাইলের নাগরপুর থানার ধুবড়িয়া এলাকার ইউসুফ আলীর ছেলে।  সোনালী ব্যাংকের সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির ৩৩টি মামলার মূল আসামি আবু সালেকের বদলে এ মামলার আসামি হয়ে বিনা অপরা‌ধে প্রায় ৩ বছর কারাগারে ব‌ন্দি ছিলেন পাটকল শ্রমিক জাহালম।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু