মুক্তি পেল আলিয়া ভাটের ‘রাজি’

ই-বার্তা।।  করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে শুরু। এরপর ইমতিয়াজ আলীর ‘হাইওয়ে’, অভিষেক চৌবের ‘উড়তা পাঞ্জাব’-এর মতো ভিন্নধারার ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে  বলিউডে নিজের পজিশন শক্ত করেছেন আলিয়া ভাট।

সেরকমই একটি ভিন্নধারার ছবি নিয়ে হাজির হচ্ছেন আলিয়া ভাট। আজ মুক্তি পাচ্ছে আলিয়া ভাট অভিনীত ‘রাজি’।

সত্য কাহিনী নিয়ে লেখা উপন্যাস কলিং সেহমাত অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। ১৯৭১ সালে সেহমাত নামের একজন ভারতীয় নারী বিয়ে করেন পাকিস্তান সেনাবাহিনীর একজন কর্মকর্তাকে।

সেই সময় পাক-ভারত যুদ্ধে সেই সাধারণ সেহমাত হয়ে ওঠেন অসাধারণ। স্বামীর কাছ থেকে গোপনে সংগ্রহ করা তথ্য তিনি সরবরাহ করতে থাকেন ভারতীয় সেনাবাহিনীকে। আর এই সেহমাতের চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট।

ছবিতে পাকিস্তানি কর্মকর্তার চরিত্রে দেখা যাবে ভিকি কুশালকে। ছবিটি পরিচালনা করেছেন মেঘনা গুলজার। প্রযোজনায় রয়েছেন ভিনেত জেইন, করণ জোহর, অপূর্ব মেহতা, হিরু যশ জোহর।