মুন্সীগঞ্জে এসএসসির প্রশ্নপত্র ফাঁস চক্রের ৩ সদস্য আটক

ই-বার্তা ডেস্ক।।   মুন্সীগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের তিন সদস্যকে আটক করেছে ।

গতকাল বৃহস্পতিবার টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজারের মায়ের দোয়া ফার্মেসি থেকে তাদের আটক করা হয়।

আটককৃত  প্রশ্নপত্র ফাঁস চক্রের তিন সদস্য হলেন- মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পূর্ব বুরদিয়া গ্রামের মজিবুর হাওলাদার (২৫), একই উপজেলার ঘোরাকান্দা গ্রামের মো. আলামিন (২১) ও টঙ্গীবাড়ি উপজেলার পূর্ব বালিগাঁও এলাকার মো. স্বপন বেপারি (২২)।

র‌্যাব-১১ মুন্সীগঞ্জ ক্যাম্পের কমান্ডার পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, মায়ের দোয়া ফার্মেসিতে অভিযান চালিয়ে পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্রসহ ওই তিনজনকে আটক করা হয়। পরে ওই প্রশ্নের সঙ্গে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র যাচাই করে মিল পাওয়া যায়। আটককৃতরা ফেসবুকে ম্যাসেঞ্জারের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত। তারা একাধিক গ্রুপের কাছে থেকে বিকাশের মাধ্যমে প্রশ্নপত্র কিনে তা পরীক্ষার্থীদের কাছে বিক্রি করতেন বলে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম