মুসলমানরাই ফিলিস্তিনকে মুক্ত করবেঃ হাসান রুহানি

ই- বার্তা ডেস্ক।।   ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ফিলিস্তিনি জনগণ এবং এই অঞ্চলের মুসলমানরাই ফিলিস্তিনকে মুক্ত করবে। নতুন প্রজন্মকে এটা বুঝতে হবে আমেরিকা মুসলমানদের বন্ধু ছিল না এবং কখনো বন্ধু হবেও না। এই অঞ্চলের মানুষের মাধ্যমেই এখানকার সমস্যার সমাধান করতে হবে।

আজ বৃহস্পতিবার রাজধানী তেহরানে ৩৩তম আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলনের উদ্বোধনী ভাষণে এ কথা বলেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

তিনি বলেন, দুঃখজনকভাবে কিছু মুসলিম দেশ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আপস করছে এবং ইসরাইলের কাছ তথ্য সংগ্রহ করে নিজের মুসলমান ভাই ও প্রতিরোধ সংগ্রামের বিরুদ্ধে ব্যবহার করছে। ইহুদিবাদী ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের মোকাবেলায় ফিলিস্তিনিদের রক্ষায় ইসলামি প্রজাতন্ত্র ইরান ফ্রন্ট লাইনে রয়েছে।

চলমান ৩৩তম আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলনে বিশ্বের ৯০টি দেশের চারশ জন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও আলেম যোগ দিচ্ছেন। তারা ইসলামি ঐক্যের প্রয়োজনীয়তা ও উপায় নিয়ে আলোচনা করবেন। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত এ সম্মেলন চলবে।