মুসলিম অপরাধীদের শাস্তি দিতে মমতাকে মুসলিম নেতাদের চিঠি

ই-বার্তা ডেস্ক।।  অপরাধী যে ধর্মেরই হোক না কেন, তাকে যথাযথ শাস্তি দেওয়ার আহ্বান জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন কলকাতার মুসলিম নেতারা।               

সম্প্রতি এনআরএস হাসপাতালে হামলা এবং এক মডেলের বাইক চালানো নিয়ে মুসলিমরা রাজ্যটিতে কিছুটা বিপাকে পড়েছেন। দুটি ক্ষেত্রেই অভিযুক্তেরা মুসলিম।

‘দুটি ঘটনার হামলাকারীরা মুসলিম, তাতে আমরা ব্যথিত এবং লজ্জিত,’ এ কথা বলে চিঠিতে মুখ্যমন্ত্রীকে লেখা হয়েছে, ‘প্রথমত দোষীদের আইনি সাজা দিন। মুসলিমরা জড়িত, এমন সব ঘটনাতেই তেমনটা করুন। মুসলিম বলে তারা যেন কখনোই রেহাই না-পায় (লোকে ইদানীং যা ভাবছে)। তাতে একটা বার্তা যাবে, একটি গোষ্ঠীকে আড়াল করা হচ্ছে না (যা বেশির ভাগ লোকের বিশ্বাস)।’

একটি বেসরকারি সংস্থার কর্ণধার মুদার পাথেরিয়ার নাম আছে চিঠিতে। তিনি বলছেন, ‘মুখ্যমন্ত্রী বা প্রশাসনকেই বোঝাতে হবে, মুসলিমদের বিষয়ে কিছু ধারণা ঠিক নয়।’

নিজেকে ‘ধর্মনিষ্ঠ’ হিসেবে পরিচয় দিয়ে তিনি বলেন, ‘এটা ভুলভাল গল্প যে, মুসলিমেরা তোষণ চান। প্রশাসনকে এই ধারণা ভাঙতে হবে।’

ই-বার্তা/সালাউদ্দিন সাজু