মুস্তাফিজ দুই বছর ফ্র্যাঞ্চাইজভিত্তিক লিগ খেলতে পারবেন না : পাপন

ই-বার্তা।।  দেশের বাইরে টি-টোয়েন্টি লিগ খেলতে গিয়ে বারবার ইনজুরিতে পড়ছেন মুস্তাফিজুর রহমান।ধারাবাহিক এই ইনজুরি প্রবণতার কারণে তার দেশের বাইরে খেলা নিয়ে কঠোর অবস্থানে যাচ্ছে বিসিবি। সর্বশেষ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে শেষ ম্যাচে পায়ে ব্যথা পেয়ে আফগানিস্তান সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি বাঁহাতি এই পেসার।

 

গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন স্পষ্ট বলে দিয়েছেন, আগামী দুই বছর দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজভিত্তিক টি-টোয়েন্টি লিগ খেলতে পারবেন না মুস্তাফিজ।নিজ বাসভবনে গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের বিসিবি সভাপতি বলেছেন, ‘মুস্তাফিজ বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়ে ইনজুরিতে পড়ছে। আর দেশকে সার্ভিস দিতে পারছে না। আমি মনে করি এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমাদের বোর্ডে থাকবে। বোর্ডই তার দেখভাল করবে। আবার ওদের জন্য খেলতে গিয়ে ইনজুরিতে পড়ে জাতীয় দলের হয়ে খেলবে না। আবার তাকে আমরা ঠিক করব। এটা হতে পারে না। আমি তাকে বলে দিয়েছি, আগামী দুই বছরের মধ্যে তার বাইরে যাওয়া চলবে না।’

 

এদিকে বাংলাদেশের অনেক সিনিয়র ক্রিকেটার টেস্ট খেলতে চান না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। পাপন বলেন, ‘ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ছাড়া এখন কেউই বেশি টেস্ট খেলতে চায় না। আসলে বোর্ডই আগ্রহী নয়। এখন আমাদের দেশে দেখছি বেশকিছু সিনিয়র ক্রিকেটার টেস্ট খেলতে চাচ্ছে না। যেমন সাকিব টেস্টে খেলবে না, ও খেলতে চায় না। মুস্তাফিজও টেস্ট খেলতে চায় না। ও বলে না, টেস্ট খেলতে চাই না। কিন্তু ভয় পায়। হয়তো ভাবে ইনজুরিতে পড়বে।’