‘মৃত’ ব্যক্তিকে পাওয়া গেলো জীবিত অবস্থায়!

ই-বার্তা ডেস্ক।।  ১৯৯৮ সালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি ভারতের মহারাষ্ট্রের বন দপ্তরের রক্ষী রাজারাম বঙ্গিরওয়ার।  স্ত্রী, তিন ছেলে এবং তার পরিবারের সবাইকে ফেলে নিখোঁজ হয়ে গিয়েছিলেন তিনি।  আইন অনুযায়ী ১২ বছর পরে সরকারিভাবে তাকে মৃত ঘোষণা করা হয়।

কিন্তু ২১ বছর পরে পশ্চিমবঙ্গের কাকদ্বীপ হাসপাতালে সেই ‘মৃত’ রাজারাম বঙ্গিরওয়ারের সঙ্গে দেখা হয় তার ছোট ছেলে মুকেশেরের।  মুকেশ বলছেন, ‘বাবাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছি।  এ যে কী আনন্দ, বলে বোঝাতে পারব না।  যাকে ভেবেছিলাম মারা গেছে, তাকেই জড়িয়ে ধরতে পারছি!’

তিনি বলেন, ‘বাবার স্মৃতি আমার খুব একটা মনে ছিল না।  শুধু ছবিতে দেখেছিলাম।  ঘরে একটা ছবি আছে বাবার, মালা দেয়া হয়।  আর মা, বড় দাদা, জ্যাঠাদের কাছে ওর কথা শুনেছিলাম।  আমরা তো ধরেই নিয়েছিলাম যে উনি আর নেই।  হঠাৎ করে যে ফিরে পাব, স্বপ্নেও ভাবিনি।’

রাজারাম বঙ্গিরওয়ারকে কয়েক দিন আগে খুঁজে পাওয়া গেছে হিন্দুদের কাছে পবিত্র তীর্থক্ষেত্র গঙ্গাসাগর মেলা চত্বরে।  পশ্চিমবঙ্গ অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশনের অম্বরীশ নাগ বিশ্বাস বলেছেন, গঙ্গাসাগর মেলায় একটা ব্যারিকেডের ধারে ঠাণ্ডায় কুঁকড়ে বসেছিলেন ওই বৃদ্ধ।  গায়ে কোনও শীত বস্ত্র ছিল না।  আমরা তাকে চাদর-টাদর দিয়ে ঢাকা দিয়ে হাসপাতালে পৌঁছে দেই।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু